যুব উন্নয়ন অধিদপ্তর এ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ |
১২৭ পদে যুব উন্নয়ন অধিদপ্তরে (dyd) নিয়োগ বিজ্ঞপ্তি
Deadline: 5 Jul 2022
🇧🇩 নিয়োগ বিজ্ঞপ্তি 🇧🇩
👉 প্রতিষ্ঠানঃ যুব উন্নয়ন অধিদপ্তর
👉 পদের নামঃ বিভিন্ন পদ
👉 পদ সংখ্যাঃ ১২৭টি
👉 আবেদন ফীঃ ১১২/- টাকা
👉 আবেদন শুরুঃ ১৫ জুন ২০২২
👉আবেদনের লিংকঃ http://dyd.teletalk.com.bd/
👉 আবেদনের শেষ তারিখঃ ৫ জুলাই ২০২২
যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্বখাতভুক্ত ০৩ (তিন) ক্যাটাগরির শূন্য পদে অস্থায়ীভাবে নিয়োগ বিজ্ঞপ্তি।
০১. পদের নাম:- উপজেলা যুব উন্নয়ন সহকারী কর্মকর্তা (পূর্ব পদ নাম : ক্রেডিট সুপারভাইজার)
👉 পদ:- ৩৭টি
👉 স্কেল ও গ্রেড:- ১২৫০০-৩০২৩০/ (গ্রেড-১১)
👉 যোগ্যতা ও অভিজ্ঞতা:- কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণির স্নাতক বা সমমানের ডিগ্রী।
০২. পদের নাম:- ক্যাশিয়ার
👉 পদ:- ৮৭টি
👉 স্কেল ও গ্রেড:- ৯৩০০-২২৪৯০/ (গ্রেড-১৬)
👉 যোগ্যতা ও অভিজ্ঞতা:- স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি। কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে।
০৩. পদের নাম:- গাড়িচালক
👉 পদ:- ০৩টি
👉 স্কেল ও গ্রেড:- ৯৭০০-২৩৪৯০/ (গ্রেড-১৫)
👉 যোগ্যতা ও অভিজ্ঞতা:- কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ; ভারী গাড়ি চালনার বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতাসম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাইবেন।
®অবেদনের গুরুত্বপূর্ণ কিছু শর্তাবলি©:-
👉 ফরম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলি অবশ্যই পূরণ করতে হবে: ০৫/০৭/২০২২ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ বৎসর এবং সর্বোচ্চ ৩০ বৎসর হতে হবে। বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাগণের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা/শহিদ মুক্তিযোদ্ধাগণের পুত্র-কন্যার পুত্র কন্যাদের ক্ষেত্রে বয়স ৩০ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
👉চাকরির জন্য আবেদন আগামী ১৫/০৬/২০২২ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০.০০ টা হতে ০৫/০৭/২০২২ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ০৫:০০ টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। সরাসরি/ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি/ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে।
👉আগ্রহী প্রার্থীগণ http://dyd.teletalk.com.bd এ ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে হবে।
👉Applicant's Copy তে User ID দেয়া থাকবে। উক্ত User ID ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোন Teletalk pre-paid mobile নম্বরের মাধ্যমে ২ (দুই) টি SMS করে পরীক্ষার ফি বাবদ (অফেরতযোগ্য) মোট ১১২/- (এক শত বারো) টাকা [পরীক্ষার ফি ১০০/- এবং টেলিটকের সার্ভিস চার্জ ১২/- টাকা] অনধিক ৭২ (বাহাত্তর) ঘন্টার মধ্যে জমা দিবেন।
♠বিস্তারিত জানতে পিডিএফ ফাইলটি ডাউনলোড করুন।
ডাউনলোড পিডিএফ:- এখনে ক্লিক করুন
Tags
Government Job